Thursday 11 April 2013

বিশ্বের সব থেকে হালকা পদার্থ ‘কার্বন এরোজেল’

বিশ্বের সব থেকে হালকা পদার্থ হিসেবে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ‘কার্বন এরোজেল’। এতদিন পর্যন্ত সারা বিশ্ব জানত যে পৃথিবীর সব থেকে হালকা পদার্থর নাম গ্রাফাইট এরোজেল। তবে এই জানাটা এখন পুরনো। নতুন পাওয়া তথ্য অনুযায়ী পৃথিবীর সবথেকে হালকা পদার্থের নাম কার্বন এরোজেল।
বিশ্বের সব থেকে হালকা পদার্থ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

কার্বন এরোজেলের জন্ম চিনে। জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা এই পদার্থ আবিষ্কার করেছেন। এর ওজন ০.১৬ মিলিগ্রাম/কিউবিকসেন্টিমিটার। হাওয়ার থেকে প্রায় এক ষষ্ঠাংশ কম ওজনের। অধ্যাপক গাও চাও-র নেতৃত্বে এক বৈজ্ঞানিক দল অনেক পরীক্ষার পরে এটিআবিষ্কার করেছেন। অধ্যাপক চাও বলেছেন যে কার্বন এরোজেল গঠনের দিক থেকে অনেকটাই কার্বন স্পাঞ্জের মতো। তাই এত কম ওজন। এর আগে এক জার্মান বৈজ্ঞানিকদের আবিষ্কৃত গ্রাফাইট এরোজেলের ওজন ছিল ০.১৮ মিলিগ্রাম/কিউবিক সেন্টিমিটার।

No comments:

Post a Comment

Blogger Widgets