Thursday, 11 April 2013

আসছে চশমা ছাড়াই ত্রিমাত্রিক ছবি দেখার প্রযুক্তি

চশমা ছাড়াই ত্রিমাত্রিক ছবি দেখার প্রযুক্তিটি পুরোপুরি হলোগ্রাফিক নয়
স্মার্টফোন কিংবা ট্যাবলেটে চশমা ছাড়াই হলোগ্রাফিক ত্রিমাত্রিক ছবি দেখার বিশেষ প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের (এইচপি) গবেষকরা। এক বিবৃতিতে এইচপির গবেষকরা জানিয়েছে, স্মার্টফোন কিংবা ট্যাবলেট সামান্য কাত করেই এ ধরনের ত্রিমাত্রিক ছবি পরিষ্কারভাবে দেখা সম্ভব হবে।
যদিও গ্লাস ফ্রি থ্রিডি প্রযুক্তি অবশ্য নতুন নয়। এর আগে জাপানি কোম্পানি নিনটেন্ডোর গেমিং কনসোল থ্রিডিএস হ্যান্ডহেল্ডে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তবে এক্ষেত্রে গেমারদের স্ক্রিনের দিকে সরাসরি নাক তাক করে তাকাতে হয়।
তবে আসন্য এইচপির প্রযুক্তিতে ব্যবহারকারীকে এত বাধাধরা নিয়ম মানতে হবে না। এ প্রযুক্তিতে ৪৫ ডিগ্রি কোণেও ত্রিমাত্রিক ছবি দেখা যাবে বলে জানিয়েছে এইচপি । উপর-নিচে-ডানে-বামে যেকোনো দিক থেকেই তা সম্ভব। গবেষকরা জানান, এক্ষেত্রে কোনো ব্যক্তির ছবি একপাশ থেকে দেখা যাবে। আবার ঘুরিয়ে নিলে তার মুখের অন্য পাশ দেখা সম্ভব হবে।
প্রযুক্তিবিদরা জানান, তারা ন্যানো প্রযুক্তি ব্যবহার করে কাচের পাতের ওপর অতি ক্ষুদ্র ছিদ্র করতে সক্ষম হয়েছেন। সেখানে যোগ করেছেন বেশকিছু বস্তুকণায় ভর্তি বৃত্ত। এ ছিদ্রগুলো আলোকে এমনভাবে বাঁকা করে যে, তাতে ৬৪ রকম দৃষ্টিকোণ তৈরি হয়। স্ক্রিন নাড়ানোর মাধ্যমে ব্যবহারকারীরা একবারে মাত্র দুটি  কোণ থেকে ছবি দেখতে সক্ষম হবেন। এর একটি ডান এবং অন্যটি বাম চোখ দিয়ে দেখতে পাবেন তারা। আর তাতেই ত্রিমাত্রিক ছবি ফুটে উঠবে।
গবেষণা দলের প্রধান ডেভিড ফাত্তাল জানান, “প্রযুক্তিটি পুরোপুরি হলোগ্রাফিক নয়। কারণ এক্ষেত্রে স্ক্রিন থেকে অনেক দূরে চিত্র তৈরি করা হচ্ছে না”। তিনি আরো জানান, “শিগগিরই এ প্রযুক্তি বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। কারণ এ ধরনের ছবি তৈরি করতে হলে কমপক্ষে ৬৪টি ক্যামেরার প্রয়োজন হবে”।

No comments:

Post a Comment

Blogger Widgets